সূচক কমে ডিএসই’র লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 19:28:20

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক কমে চলছে এদিনের কার্যক্রম। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে লেনদেন চলছে। বেলা ১১টা পর্যন্ত সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ২ পয়েন্ট।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরুতেই বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। তবে এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিট থেকে সূচক গত কার্যদিবসের চেয়ে নেতিবাচক হতে থাকে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ২ পয়েন্ট কমে যায়। বেলা ১১টার দিকে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ১০ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৭৩৫ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ফরচুন সু, বাংলাদেশ সাবমেরিন কেবল, মুন্নু সিরামিকস, খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, মুন্নু স্টাফলারস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং স্টাইল ক্রাফট।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৪৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩২১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৮৭ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- এসএ পোর্ট, এনভয় টেক্সটাইল, আইসিবি এএমসিএল দ্বিতীয়, খুলনা পাওয়ার, সোনারবাংলা ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, অ্যাডভেন্ট, ফরচুন সু, রংপুর ফাউন্ড্রি এবঙ ইন্ট্রাকো।

এ সম্পর্কিত আরও খবর