প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-20 16:33:32

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত সরকারের আমলে ব্যাংকিং, গার্মেন্টসসহ দেশের প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে অসম্ভবভাবে নষ্ট করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) ‘বাংলাদেশের ফার্নিচার শিল্প: রফতানির সম্ভাবনা উন্মোচন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যার ভার এখন বহন করতে হচ্ছে।

অনেক ক্ষেত্রেই বন্ড সুবিধার অপব্যবহার হয় উল্লেখ করে তিনি বলেন, এটি বন্ধ করতে হবে। বন্ড, এফটিএ সুবিধা দিয়ে যতটা কাজ হবে তার থেকে সম্মিলিত প্রচেষ্টা আমাদের অনেকদূর এগিয়ে নেবে। অনেক দেশেই আমরা শুল্কছাড় সুবিধা পাচ্ছি।

২০৩০ সালে ফার্নিচার শিল্পের প্রত্যাশা ৫ বিলিয়ন ডলার হলেও তা অর্জন সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, বাস্তবতার নিরিখে বিবেচনা করতে হবে। এক বিলিয়ন লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত।

এ সম্পর্কিত আরও খবর