সূচক ও লেনদেন বেড়ে চলছে উভয় পুঁজিবাজারের লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 08:01:58

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক ও লেনদেন বেড়ে চলছে এদিনের কার্যক্রম। বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৫ পয়েন্ট। তবে সিএসসিএক্স বেড়েছে ৫৫ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরুতেই বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে প্রায় ৫ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৫ পয়েন্ট বাড়লেও এরপর ধীরে ধীরে বাড়তে থাকে। তবে বেলা সোয়া ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৩১ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩১টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ইউনাইটেড পাওয়ার, সোনারবাংলা ইনস্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, স্টাইল ক্রাফট, বাংলাদেশ সাবমেরিন কেবল, মুন্নু স্টাফলার, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বার্জার পেইন্ট, সিঙ্গার বিডি এবং ইউনাইটেড ফাইন্যান্স।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৫৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৭৭৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৭৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা সোয়া ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- সোনারবাংলা ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, লিবরা ইনফিউশন, শিপার্ড ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার, জেনেক্সিল, ইস্টার্ন ইনস্যুরেন্স, জাহিন স্পিনিং এবং ডেল্টা লাইফ ইনস্যুরেন্স।

এ সম্পর্কিত আরও খবর