বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-25 18:43:13

টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সম্প্রতি ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় রাস্তাঘাট প্লাবিত হওয়াসহ ঘরবাড়ি, ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এমন পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকায় সিএসআর (ব্যাংকগুলো সামাজিক দায়বদ্ধতা) খাত থেকে আর্থিক সহায়তা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন অঞ্চল ও রাস্তাঘাট প্লাবিত হওয়াসহ ঘরবাড়ি, ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে অতি বৃষ্টির ফলে খাগড়াছড়ি জেলাতেও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। আকস্মিক ফ্ল্যাশ ফ্লাড, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বন্যা কবলিত অঞ্চলের মানুষ আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এ অবস্থায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের অসহায় জনগোষ্ঠীর সাহায্যার্থে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী (খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ঔষধ, শিশু যত্ন ও খাদ্যসামগ্রী, পশুখাদ্য, নৌকাসহ নানা সামগ্রী) সংগ্রহের প্রয়োজন হবে। তাই আর্থিক সহায়তা ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ দিতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানায় নিয়ন্ত্রণ সংস্থা।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি (ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মী পুর ও কক্সবাজার)। ৭৭ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৮৭টি।

এ সম্পর্কিত আরও খবর