বিশ্বব্যাপী ৭৫০০ কর্মী ছাঁটাই করবে ইউনিলিভার

, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-19 17:42:55

ইউনিলিভার বিশ্বব্যাপী প্রায় ৭ হাজার ৫০০ জন কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। আগামী দুই বছরে এসব কর্মীরা তাদের চাকরি হারাবেন।

মঙ্গলবার (১৯ মার্চ) সংবাদ মাধ্যম প্রিমিয়াম টাইমস’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মারমাইট-টু-ডোভ সোপ ফার্ম বলেছে, মূলত উৎপাদনশীলতা বাড়ানো এবং অর্থ সাশ্রয়ের জন্য এই পদক্ষেপ নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ইউনিলিভারের প্রধান নির্বাহী হেইন শুমাখার বলেছেন, ‘আমরা কর্মচারী প্রতিনিধিদের সাথে আলাপ করেছি। আমাদের কর্মপরিকল্পনা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা যে কর্মপরিকল্পনা ঘোষণা করছি, তা দ্রুত বাস্তবায়নের জন্য আমাদের এই সিদ্ধান্ত সহায়তা করবে।’

ইউনিলিভারের বিশ্বব্যাপী ১ লাখ ২৮ হাজার কর্মী রয়েছে, যার ৬ হাজার আছে ব্রিটেনে। তবে কোন কোন জায়গা থেকে কর্মী ছাঁটাই করা হবে, তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কিত আরও খবর