১৪ মাস পর উৎপাদনে চাঁদপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

বিদ্যুৎ-জ্বালানী, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-03-12 20:26:27

১৪ মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে চাঁদপুরের ১৫০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুকেন্দ্র।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি সচল হয়।

এর আগে, ২০২২ সালের ৬ ডিসেম্বর চাঁদপুরের ১৫০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়। গত বছরের সেপ্টেম্বরে চালু হওয়ার কথা থাকলেও কয়েক দফার চেষ্টা তা চালু করতে পারেনি কর্তৃপক্ষ।

চালু না হওয়ার পেছনে নষ্ট যন্ত্রপাতি ক্রয়ের এলসি সংক্রান্ত জটিলতাকে দায়ী করেছিলেন বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ নূরুল আবছার।

২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিদ্যুৎ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রটি নির্মাণ করে চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

২০১২ সালের জানুয়ারি মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর ২০১৩ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

গ্যাসনির্ভর এই কেন্দ্রটির ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও প্রথম থেকে নিয়মিতভাবে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছিল। কিন্তু দিন দিন গ্যাসের সরবরাহ কমে যাওয়া ও বড় বড় যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ার কারণে কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর