শেয়ারের দাম বাড়ার কারণ জানে না বিডি অটোকার্স

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 07:02:09

অস্বাভাবিকভাবে শেয়ারের দাম বাড়ার কারণ জানে না পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ (বিডি) অটোকার্স কোম্পানি কর্তৃপক্ষ। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ডিএসই’র ওয়েবসাই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২০ ডিসেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ার বিক্রি হয় ২২৪ টাকা ৩০ পয়সায়। আর ২৬ ডিসেম্বর শেয়ার দর বেড়ে দাঁড়ায় ২৮৮ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ ৩ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬৪ টাকা ১০ পয়সা। পরে কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই। কিন্তু নোটিশের জবাবে, গত ২৬ ডিসেম্বর কোম্পানিটির পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়, এ জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটির বর্তমান অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমান প্রায় ৪ কোটি ৩২ লাখ টাকা। প্রকৌশল খাতের এ কোম্পানিটির বর্তমানে বাজারে ৪৩ লাখ ২৬ হাজার ১৩টি শেয়ার আছে।

 

এ সম্পর্কিত আরও খবর