তিতুমীর কলেজ ও টেলিটক বাংলাদেশের মধ্যে চুক্তি

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 00:15:15

টেলিটক বাংলাদেশ লিমিটেডের করপোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে সরকারি তিতুমীর কলেজ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

উক্ত চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে সরকারি তিতুমীর কলেজের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীদেরকে ভয়েস, ইন্টারনেট সেবাসহ বিভিন্ন করপোরেট সেবা প্রদান করবে।

সরকারি তিতুমীর কলেজের পক্ষে অধ্যাপক মো. মহিউদ্দিন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক (করপোরেট সেলস্‌ এন্ড আইবি) চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অধ্যাপক মেহের নিগার বানু, বিভাগীয় প্রধান (হিসাব বিজ্ঞান বিভাগ), সরকারি তিতুমীর কলেজ এবং মো. বেলাল উদ্দিন সজীব, ব্যবস্থাপক (কর্পোরেট সেলস্‌) ও নিলুফার ইয়াসমিন, উপ-ব্যবস্থাপক (কর্পোরেট সেলস্‌), টেলিটক বাংলাদেশ লিমিটেডসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর