বিগত ১২ বছরের ধারাবাহিকতায় এবারও সবোর্চ্চ কর দিয়ে দেশের সেরা করদাতার সম্মাননা পেলেন জর্দা ব্যবসায়ী মো. কাউছ মিয়া।
বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে তার হাতে সেরা করদাতার সম্মাননা স্মারক ও ট্যাক্স কার্ড তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভার সভাপতিত্ব করেন।
২০২০-২১ করবর্ষে কাউছ মিয়া সবচেয়ে বেশি কর দিয়েছেন। এরই স্বীকৃতি হিসেবে বিগত কয়েক বছরের মতো এ বছরও তাকে ব্যবসায়ী ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড দেওয়া হয়। এবারের আগেও তিনি টানা ১২ বছর সবচেয়ে বেশি কর দিয়ে সেরা করদাতার সম্মাননা পেয়েছিলেন।
তিনি হাকিমপুরী জর্দা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। বর্তমানে তিনি থাকেন রাজধানীর আগা নওয়াব দেউড়ি লেনে।
কাউছ মিয়ার আদিবাড়ি চাঁদপুর জেলায়। অশীতিপর এই ব্যবসায়ীর জর্দার পাশাপাশি শিপিংসহ অন্য ব্যবসাও রয়েছে। এর আগেও তিনি কয়েকবার শীর্ষ ১০ করদাতার মধ্যে সেরা করদাতা হয়েছিলেন।