টাটা এলপিটি ১৬১৫ গোল্ড ট্রাকের উদ্বোধন

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 19:39:28

টাটা মটরস এবং এর একমাত্র ডিস্ট্রিবিউটর নিটল মটরস বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন গোল্ড স্ট্যান্ডার্ড সম্পন্ন ১৬ টনের মাঝারি ধরণের বাণিজ্যিক গাড়ি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এই গাড়ির উদ্বোধন করেন বাংলাদেশ ভারত চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডস্ট্রিজ এর সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  ইন্টারন্যাশনাল বিজনেস ও স্ট্র্যাটিজি, সিভিবিইউ, টাটা মটরস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অনুরাগ মেহেরোত্রা।

আবদুল মাতলুব আহমাদ বলেন, আমরা আত্নবিশ্বাসী যে,এলপিটি ১৬১৫ গোল্ড এদেশের মাঝারি ধরনের ট্রাকের জগতে গুরুত্বপূর্ন প্রভাব এবং এটি হবে ১৬ টন ট্রাকের ক্ষেত্রে ক্রেতাদের সবচেয়ে গাড়ি।

অনুরাগ মেহেরোত্রা বলেন, বাংলাদেশের বাণিজ্যিক গাড়ির জগতে মার্কেট লিডার হিসেবে আমরা এদেশের ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমরা যুগোপযোগী পণ্য ও সেবা নিয়ে আসছি। অধিক শক্তির ফ্রেম,পরীক্ষিত কামিন্স ইঞ্জিন, উন্নত সাসপেনশান নিয়ে টাটা এলপিটি ১৬১৫ গোল্ড দেবে নির্ভরযোগ্য ও সন্তোষজনক পারফর্মেন্স এবং অধিক মুনাফা। এলপিটি ১৬১৫ গোল্ড এর বৈশিষ্ট্যগুলো এমনভাবে সমন্বয় করা হয়েছে, যাতে বেশি মুনাফা ও কম রক্ষণাবেক্ষণ খরচের বিষয়টি নিশ্চিত হয়। আমরা নিশ্চিত যে, বরাবরের মতই নিটল মটরস অত্যন্ত নিষ্ঠার সাথে তার সেলস, ফাইন্যান্স ও বিক্রয়োত্তর সেবার সুবিধাগুলো নতুন মডেলের এই গাড়ির জন্যও অব্যাহত রাখবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সেগমেন্টের গ্রাহকরা নতুন টাটা এলপিটি ১৬১৫ গোন্ডেকে পছন্দ করবেন, কারণ এটি তাদেরকে “গোল্ড ওনারশিপ” এর অভিজ্ঞতা প্রদান করবে এবং এটি টাটা মটরসের অধিক কার্যকরী ও নির্ভরযোগ্য পণ্যের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনের বিষয়টিকে নিশ্চিত করবে।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন গোল্ড স্ট্যান্ডার্ড সম্পন্ন ১৬ টনের মাঝারি ধরনের বানিজ্যিক গাড়িটি  দু’টি আলাদা হুইলবেস অপশনে পাওয়া পাওয়া যাবে – ৪৮০০মি.মি এবং ৫২০০মি.মি- শক্তিশালী ও নির্ভরযোগ্য যন্ত্রাংশে তৈরি LPT 1615 GOLD রকমারি পণ্য পরিবহনে ব্যবহার করা যাবে। এই গাড়ির এমন কিছু শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে যা ভারী ও অধিক পণ্য পরিবহনে ব্যবসায়ীদের জন্য হবে একটি আদর্শ ট্রাক। এলপিটি ১৬১৫ গোল্ড দেবে পাওয়ার প্যাকড পারফরম্যান্স এবং অধিক আয়ের সুযোগ, সাথে আছে নিরাপদ ও আরামদায়ক ড্রাইভিং এর অভিজ্ঞতা। তাছাড়া আমাদের রয়েছে দেশের সবচেয়ে বড় সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস নেটওয়ার্ক, যার সুবিধাগুলো নতুন এই ট্রাকের জন্য প্রযোজ্য থাকবে।

এই ট্রাকের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য যেমন- ১৪৫ হর্স পাওয়ার এবং ৫০০ এন.এম টর্ক এর কামিন্স 6BT ইঞ্জিন, দ’টি হুইলবেস অপশনের লেডার টাইপ (ladder-type) দৃঢ় চেসিস এটিকে পরিবহন ব্যবসার জন্য একটি উপযুক্ত গাড়িতে পরিনত করেছে।

টাটা GBS 600 গিয়ারবক্স যুক্ত নির্ভরযোগ্য কামিন্স ইঞ্জিনের এলপিটি ১৬১৫ গোল্ড অধিক মুনাফা অর্জনের দরজা খুলে দেয় এবং কমিয়ে দেয় সার্বিক অপারেটিং খরচ। পাশাপাশি এই গাড়ির ফ্যাক্টরিতে সংযোজিত রেডিয়াল টায়ার, শক্তিশালী সাসপেনশন এবং রেয়ার এক্সেল (RA 110) বাংলাদেশের ড্রাইভিং কন্ডিশনের জন্য খুবই উপযোগী।

এ সম্পর্কিত আরও খবর