জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইংরেজি বিভাগে ১ জন অধ্যাপক; ইতিহাস বিভাগে ১ জন সহযােগী অধ্যাপক; পরিসংখ্যান বিভাগে সহযােগী অধ্যাপকের শূন্য পদের বিপরীতে ১ জন প্রভাষক; কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন সহকারী অধ্যাপক; আইন বিভাগে ১ জন সহকারী অধ্যাপক; প্রাণিবিদ্যা বিভাগে ১ জন অধ্যাপক, ২ জন সহকারী অধ্যাপক (অধ্যাপকের শূন্য পদের বিপরীতে ১জন ও সহযােগী অধ্যাপকের শূন্য পদের বিপরীতে ১জন) ও ১ জন প্রভাষক এবং মাইক্রোবায়ােলজি বিভাগে শিক্ষাছুটি জনিত শূন্য পদের বিপরীতে অস্থায়ীভিত্তিতে ২ জন প্রভাষক নিয়োগ দেয়া হবে।
যােগ্যতাসম্পন্ন প্রার্থীদের বিজ্ঞপ্তির নিয়মানুযায়ী আগামী ২৪ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরে আবেদনপত্র পৌঁছাতে হবে।