নজরুল বিশ্ববিদ্যালয়ে বিসিএস ও ব্যাংক জব শীর্ষক সেমিনার

নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার

ক্যারিয়ার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 18:11:46

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ও অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের সহায়তায় বিসিএস ও ব্যাংক জব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠিত সেমিনারে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবির ও ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক চন্দন কুমার পাল।

সেমিনারে বক্তব্য রাখেন মোঃ মোস্তাফিজুর রহমান, বিসিএস কর বিভাগের সুমন ইবনে হাবিব ও বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক অরুপ দাস। বক্তারা বলেন, বিসিএস ও ব্যাংক যেকোন চাকরির প্রস্তুতির ক্ষেত্রে সর্বপ্রথম প্রস্তুতিগ্রহনকারীকে তাদের টার্গেট ঠিক করে পড়াশোনা করতে হবে। এক্ষেত্রে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে যথাসম্ভব বিরত থেকে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে।

প্রিলিমিনারি পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণের উপর জোর দেন বক্তারা। কারণ লিখিত ও ভাইভা পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মূলত চাকরির বিষয়টি নিশ্চিত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর