শিক্ষক নিয়োগ দেবে ময়নামতি মেডিকেল কলেজ

নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার

ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 20:31:11

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ময়নামতি মেডিকেল কলেজ। প্রতিষ্ঠানটিতে বেশ কয়েকটি বিভাগে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে।

 

পদের নাম: অধ্যাপক/সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক

বিষয়: কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, সার্জারি, গাইনি এন্ড অবস্, শিশু, ইএনটি ও চক্ষু

 

পদের নাম: কনসালট্যান্ট

বিষয়: মেডিসিন, সার্জারি, গাইনি এন্ড অবস্, শিশু, ইএনটি ও চক্ষু

 

পদের নাম: লেকচারার, রেজিষ্ট্রার ও মেডিকেল অফিসার

বিষয়: এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, প্যাথলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, সার্জারি, গাইনি এন্ড অবস্, অর্থোপেডিক্স, শিশু, ইএনটি ও চক্ষু

 

পদসংখ্যা: নির্ধারিত নয়।

 

যোগ্যতা: বিএম এন্ড ডিসি নীতিমালা অনুযায়ী।

 

আবেদনে পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ দরখাস্তের সাথে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র ও অভিজ্ঞতাসনদসহ অধ্যক্ষ ময়নামতি মেডিকেল কলেজ, বারপাড়া, কুমিল্লা সরাসরি অথবা ডাকযোগে প্রেরণের আহবান জানিয়েছেন অথবা ইমেইল করতে পারেন mainamotimedicalcollege@yahoo.com এই ঠিকানায়। 

 

আবেদনের শেষ তারিখ: ১৪ মার্চ ২০২১

 

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন :

 সূত্র: বাংলাদেশ প্রতিদিন (৪ মার্চ ২০২১)

এ সম্পর্কিত আরও খবর