ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের চার শিক্ষার্থীকে ‘শিবির সন্দেহে’ রাতভর মারধরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীদের একটি দল।
বুধবার (২২ জানুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্যের ডাকে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল হয়েছে।
এসময় মিছিলটি সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে শুরু হয়ে সার্জেন্ট জহুরুল হক হলের সামনে কিছুক্ষণ অবস্থান করে আবার ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এসময় শিক্ষার্থীরা ‘ছাত্রলীগের নির্যাতন, রুখে দাও ছাত্রসমাজ; জহু হলে নির্যাতন কেন, প্রশাসন জবাব চাই; আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই; গেস্ট রুম যেখানে, লড়াই হবে সেখানে’ ইত্যাদি স্লোগান দেন।
আরও পড়ুন: ঢাবির হলে ৪ শিক্ষার্থীকে রাতভর নির্যাতন
সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত বিভিন্ন হলে শিক্ষার্থীরা নির্যাতিত হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপত্তায় কোনো পদক্ষেপ নিতে কখনো দেখা যায়নি।
ভিপি বলেন, গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে চারজন শিক্ষার্থীকে ঠিক আবরারের মতো ‘হাতুরি, স্ট্যাম্প’ দিয়ে পেটানো হয়েছে। হয়তো সেই চারজনের একজনের অবস্থা আবরারের মতো হতে পারতো। আজকে আমরা কেউ ছাত্রলীগের এই নির্যাতন থেকে রেহাই পাচ্ছি না। আজ সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।