ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলনে অংশগ্রহণ করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দুইটা থেকে এ কর্মসূচি শুরু হয়।
অনশনের প্রায় তিন ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হলেও কোনো ধরনের আশ্বাস পাননি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়া তারা এখান থেকে সরবেন না। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংখ্যা।
অনশনে একাত্মতা জানিয়ে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা, সংস্কৃত বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক নৈমিতা মন্ডল, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, জগন্নাথ হলের আবাসিক শিক্ষক কালিদাস দত্তসহ প্রায় দশজন শিক্ষক।
শিক্ষকদের দাবি, বাংলাদেশ হিন্দু-মুসলিম সম্প্রীতির একটি বড় উদাহরণ। নির্বাচন কমিশন চাইলেও এটি পরিবর্তন করতে পারে। শিক্ষকরা আরও দাবি করেন যদি তারিখ পরিবর্তন না করা হয়, তবে হিন্দু সম্প্রদায় এই নির্বাচন বর্জন করার ঘোষণা দিচ্ছে।