ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) হল অফিসে বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়ার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভূক্ত ১ম স্ট্যাটিউটস এর ১৮(১) ধারা অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তিন বছরের জন্য অধ্যাপক ড. আবদুল বাছিরকে বিজয় একাত্তর হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করেন।