বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার নয়টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ সর্বমোট ৩ হাজার ৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ সেপ্টেম্বর। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১, ২ এবং ৮, ৯ নভেম্বর।
২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের এসএসসি বা সমমান এবং ২০১৮ ও ২০১৯ সালের এইচএসসি বা সমমান এবং ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। A ও I ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মােট জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে এসএসসি/এইচএসসি প্রত্যেকটিতে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
অন্যান্য ইউনিটের সব বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মােট জিপিএ ৬.৫০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের মােট জিপিএ ৬.০ থাকতে হবে।
‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ‘ও’ লেভেলে ৩টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম B গ্রেড পেতে হবে। বিদেশী শিক্ষাবাের্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের admission.bsmrstu.edu.bd মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া চলবে ৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। অনলাইন আবেদন শেষে ডিবিবিএল রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্য প্রতি ইউনিটের জন্য ৯০০ টাকা ভর্তি আবেদন ফি জমা দিতে হবে।
এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর; ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর; সি এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর; এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।