জবিতে পালন হলো দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-20 18:09:37

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিলোসোফি কালচারাল ক্লাবের দিনব্যাপী আয়োজিত হলো শীতকালীন পিঠা উৎসব।

সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকার কাঁঠাল তলায় আয়োজিত উৎসবে শীতকালীন বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। যেখানে শিক্ষক - শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

দিনব্যাপী এ পিঠা উৎসবে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পাশাপাশি হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কুলিংপয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় উৎযাপিত হয় এ উৎসব।

উৎসব সম্পর্কে ফিলোসোফি কালচারাল ক্লাবের সভাপতি ইসরাত জেরিন পায়েল বলেন, প্রতি বছরের ন্যায় আমাদের এ আয়োজন। শিক্ষক- শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন উৎসবে রুপ নেয়। আগামীতেও এমন আয়োজন অব্যহত থাকবে।

উৎসব সম্পর্কে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপ ব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং লুৎফুন নাহার আলো বলেন, সামজিক কাজে সম্পৃক্ত থাকতে পেরে ভালো লাগছে। শিক্ষার্থীদের উৎসবমুখর দিনের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত।

কুলিংপয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডের স্বত্বাধিকারী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকা উচিত। আমি মনে করি, এসকল কার্যক্রমে যুক্ত থাকলে শিক্ষার্থীদের মনোজাগতিক বিকাশ হবে।

এ সম্পর্কিত আরও খবর