ঢাবিতে তিন দিনব্যাপী শীতকালীন বইমেলা শুরু

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-09 12:51:35

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল ও ইসলামিক স্টাডিজ কালচার ক্লাবের আয়োজনে টিএসসিতে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে শীতকালীন বইমেলা ২০২৫ , সিজন ১। বইমেলাটি চলবে ৯-১১ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় টিএসসিতে উদ্বোধনী অনুষ্ঠানে মধ্য দিয়ে শুরু হয় এই বই মেলা। মেলার উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. শামছুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদ সহ আরও অনেক।

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, জ্ঞানের চর্চা করা এবং সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। এটি জাতীয় চর্চার বিষয়, এতে সময় লাগবে। শিক্ষার্থীরা এই চর্চার সুযোগ কাজে লাগাবেন। 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. শামছুল আলম বলেন, ইসলামের নামে বইমেলা হবে আর সেখানে ভিসি স্যার আসবেন আগে কখনো ভাবা যেত না। এটা একটা কল্যাণধর্মী কাজ । আমরা সবাই এই কল্যাণধর্মী কাজে থাকব।

প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, এ ধরণের রেওয়াজ আগে ছিল না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমী বই পড়ার পাশাপাশি বাইরের বই পড়া এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই বইমেলা সামনের ফেব্রুয়ারির বইমেলার ওয়ার্ম‌ আপ ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন। এই বইমেলায় ২০টি প্রকাশনী অংশগ্রহণ করেছে। মেলা শুরুর সাথে সাথে শিক্ষার্থীদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এ সম্পর্কিত আরও খবর