ছুটি শেষে, বেরোবি খুলছে বুধবার

, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-31 18:06:07

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শীতকালীন অবকাশ ও বড়দিনের ছুটি শেষে বুধবার খুলছে বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মো.হারুন অর রশীদ।

তিনি বলেন, দীর্ঘ ছুটি শেষে ০১ জানুয়ারি (বুধবার) থেকে একাডেমিক সব কার্যক্রম শুরু হবে। চলবে যথারীতি ক্লাস ও পরীক্ষা। তবে ৩০ ডিসেম্বর (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে ছুটি শেষ হওয়ায় এরই মাঝে হলে ফিরতে শুরু করছে শিক্ষার্থীরা। আর এতে দীর্ঘ ছুটির পর বেরোবি ফিরে পেয়েছে তার প্রাণচাঞ্চল্য।

এ সম্পর্কিত আরও খবর