বেরোবিতে বন্ধ হল উচ্চস্বরে গান বাজনা

, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-14 11:13:38

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে উচ্চশব্দে গান বাজনায় বাধাগ্রস্ত হচ্ছিল শিক্ষা কার্যক্রম। দিনভর গান বাজনার জন্য বিরক্ত থাকত শিক্ষক-শিক্ষার্থীরা। তবে প্রক্টরিয়াল বডির তৎপরতায় বন্ধ হয়েছে উচ্চ স্বরের গান বাজনা।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিনই কোনো না কোনো বিভাগের পিকনিক থাকে। তাছাড়াও বিভিন্ন সংগঠনেরও অনুষ্ঠান থাকে। তবে কাউকে এখন উচ্চস্বরে গানবাজনা করতে দেখা যায়নি। 

এর আগে গণিত বিভাগের অনুষ্ঠানে রাত ১১টা পর্যন্ত উচ্চস্বরে গান বাজনা করায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা প্রক্টর বডি নিয়ে এর প্রতিবাদ করে। কিন্তু এক পর্যায়ের দেখা গণিত বিভাগের শিক্ষার্থীদের সাথে আবাসিক হলের শিক্ষার্থীদের বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন। এছাড়াও দিনের বেলায় উচ্চস্বরে গান বাজনা করায় অনেকের ক্লাস পরীক্ষার সমস্যা হয়। দেখা যায় দুই তলায় পরীক্ষা হচ্ছে আর ভবনের নিচ তলায় গানবাজনা হচ্ছে। এমন অনেক অভিযোগ প্রক্টর বডির কাছে গেলে বিষয়টি নিয়ে তৎপর হয় প্রক্টরিয়াল বডি।

প্রক্টরিয়াল বডি বলছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের সামনে কোনো প্রকার গানবাজনা করা যাবে না। কেউ যদি কোনো অনুষ্ঠানে গানবাজনা করতে চায় সেটা অনুমতি নিয়ে স্বাধীনতা স্মারকে করবে। সেখানে সাউন্ড কত জোরে হবে আর সীমা কতক্ষণ থাকবে সেটিও বলে দেওয়া হবে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে উচ্চস্বরে গান বাজনা এটা দীর্ঘদিনের একটি কালচারে পরিণত হয়েছে। এই উচ্চস্বরে গান-বাজনা অনেকে পড়াশোনা ক্ষতি হচ্ছে। দিনের বেলায় একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের সামনে গান বাজনা যেমন একাডেমি কার্যক্রম বাধাগ্রস্ত হয় তেমনি প্রশাসনিক কার্যক্রমও বাধাগ্রস্ত হয়। রাতের বেলায় আবাসিক হলে শিক্ষার্থীদের পড়াশোনা ও ঘুমেরও সমস্যা হয়। আমাদের প্রক্টরিয়াল বডির তৎপরতায় এখন বিশ্ববিদ্যালয়ে শান্তি বিরাজ করছে।

এ সম্পর্কিত আরও খবর