ইবিতে নাইট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘আল্ট্রা বয়েজ’

, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2024-12-14 00:27:05

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত শহীদ ওসামা-সাব্বির স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ‘আল্ট্রা বয়েজ’। পাবনা জেলা কল্যাণ কে ৪ রানে হারিয়ে এই গৌরব অর্জন করে দলটি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে পাবনা জেলা কল্যাণের সাথে মুখোমুখি হয় আল্ট্রা বয়েজ।

ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে আল্ট্রা বয়েজ ক্রিকেট দল। প্রথম ইনিংসে তারা নির্ধারিত ১২ ওভারে ১২৪ রান করতে সক্ষম হয়। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ১২০ রান করে পাবনা জেলা কল্যাণ। ফলে টানটান উত্তেজনা বিরাজমান ম্যাচে ৪ রানে জয়লাভ করে আল্ট্রা বয়েজ।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এবং পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন আল্ট্রা বয়েজের তওসীফ। এছাড়াও টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হন শহীদ ওয়াসীম ক্রিকেট দলের জুলকারনাইন দোলন। পাশাপাশি সর্বোচ্চ উইকেট নেন একই দলের আহসান হাবীব।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ১০০২৪ টাকার প্রাইজমানির পাশাপাশি রানারআপ দলকে ৭০২৪ টাকা এবং দ্বিতীয় রানারআপ দলকে ২০২৪ টাকার প্রাইজমানি দেয়া হয়। পুরষ্কার বিতরণকালে উপস্থিত ছিলেন শহীদ ওসামার পিতা এবং শহীদ সাব্বিরের বড় ভাই।

ফাইনাল ম্যাচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও থিওলোজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, শেখ রাসেল হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের এবং ইবি শাখা ছাত্রশিবির সভাপতি এইচ এম আবু মুসা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর