চবিতে শুরু হাল্ট প্রাইজ ২০২৫ রেজিস্ট্রেশন কার্যক্রম

, ক্যাম্পাস

চবি করেস্পন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-11 19:13:42

চট্টগ্রাম বিশ্যবিদ্যালয়ে(চবি) ৭ম বারের মত ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড ২০২৫’ আয়োজন এর লক্ষ্যে শুরু হয়েছে দল নিবন্ধনের জন্য ডিজিটাল রেজিস্ট্রেশন বুথের কার্যক্রম।

রবিবার (৮ ডিসেম্বর) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রম চলবে শনিবার (২১ ডিসেম্বর) পর্যন্ত।

এবারের প্রতিযোগিতার চ্যালেঞ্জ থিম "আনলিমিটেড"। এই প্ল্যাটফর্মটি চবি শিক্ষার্থীদের জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৈশ্বিক সমস্যাগুলোর উদ্ভাবনী সমাধান উপস্থাপন করার সুযোগ করে দিচ্ছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতা এবং উদ্যোক্তা দক্ষতার মাধ্যমে দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, অসমতা এবং শিক্ষার মতো বৈশ্বিক সমস্যার উদ্ভাবনী সমাধান উপস্থাপন করতে পারবেন। ক্যাম্পাস রাউন্ডটি শিক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম যেখানে সীমাহীন চ্যালেঞ্জের ভিত্তিতে তাদের ধারণাগুলোকে বাস্তবায়নে রূপ দেওয়া যাবে।

এই বছরের HPCU-এর ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আমিনুল ইসলাম শরীফ এবং চিফ অব স্টাফ হিসেবে আছেন জান্নাতুল মাওয়া মিথিলা।

অন-ক্যাম্পাস রেজিস্ট্রেশন শেষ হবে আগামী ২১ই ডিসেম্বর, ২০২৪। উল্লেখ্য, এই ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতায় কোনো রেজিস্ট্রেশন ফি নেই। অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা ফেসবুক পেজের মাধ্যমে অথবা বুথে ডিজিটাল রেজিস্ট্রেশন এর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।

এইবার প্রতিযোগিতায় ২-৪ সদস্যের একটি দল অংশগ্রহণ করতে পারবেন, এবং এই অন-ক্যাম্পাস প্রতিযোগিতার সময় অংশগ্রহণকারীদের ১৮ বছর বয়স বা তার বেশি হতে হবে। প্রতিটি দলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে একজন শিক্ষার্থী থাকতে হবে এবং অন্যরা যেকোন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে হতে পারবেন। দলের সদস্যরা সকলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।

এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের কল্পনা শক্তি, সম্পদ ব্যবহার এবং উদ্যোক্তা মানসিকতা প্রয়োগের মাধ্যমে মানবতার মুখোমুখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর কার্যকর সমাধান দিতে উদ্বুদ্ধ করবে। এটি হাল্ট প্রাইজের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এ সম্পর্কিত আরও খবর