১৭ বছরে আওয়ামীলীগের আমলে রাজনীতিবিদ,সাংবাদিক, ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষসহ মিথ্যা মামলা ও গুম, খুনের বিচার দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জিরো পয়েন্টে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চবি ছাত্রদল আয়োজিত মানববন্ধনে এ দাবী করা হয়।
মানবন্ধনে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, দীর্ঘ ১৭ বছর এদেশে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। বাক, ব্যক্তি, চিন্তা,মুদ্রণসহ নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রাম করতে গিয়ে আমাদের নেতাকর্মী সহ অনেকে বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে।
জুলাই আগষ্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছে। আজ আমরা এক নতুন যাত্রায় আছি,
আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা এমন হতে হবে, যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর নিপীড়িত হবে না।
এ সময়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান তার বক্তব্যে বলেন " অভ্যুত্থান পরবর্তী সময়েও এই ক্যাম্পাসে অনিয়ম হচ্ছে, ফ্যাসীবাদের দোসরদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে।"
এ সময় তিনি আরো বলেন 'বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করুন। ক্যাম্পাসে সংগঠিত গুপ্ত হামলা বন্ধে ব্যবস্থা নিন।এই ক্যাম্পাসে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।'
মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিগত সময়ে ক্যাম্পাসে যেসব হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকান্ড ও গুপ্ত হামলার হয়েছে তিনি এসব সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচার করার দাবি জানান।
এ ছাড়া মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।