জবি ছাত্রদলের শীত বস্ত্র বিতরণ

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-12-09 21:39:21

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেলের পক্ষ থেকে ক্যাম্পাসে নিরাপত্তা কর্মী এবং ক্যাম্পাস এলাকার অবস্থান করা গরিব, অসহায় ও পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় এর মূল ফটকের সামনে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে বেগম খালেদা জিয়ার নাম ফলকের সামনে ক্যাম্পাস নিরাপত্তা কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় শীতের আগাম প্রস্তুতি হিসেবে আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। প্রচণ্ড শৈত্য প্রবাহে মানুষের যেন কষ্ট না হয় তার আগাম প্রস্তুতি হিসেবেই আজকের এই কর্মসূচি পালন করলাম। ভবিষ্যতেও এইরকম জনকল্যাণমুখী কাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিয়োজিত থাকবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- জবি ছাত্রদলের সহ-সভাপতি ওহায়উদ্দিন জামান নিক্সন, যুগ্ম সম্পাদক ওহাদুজ্জান তুহিন, শাহারিয়ার হোসেন, রফিকুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক তৌহীদ চৌধুরী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মুজাম্মেল মামুন ডেনি, সহ সাংগঠনিক মোবাইদুর রহমান, মাহিদ হাসান, সদস্য মো. সাদমান আমিন সাম্যসহ ছাত্রদলের প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর