ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে থানায় অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আবু তাহের (২৪)।
সোমবার ( ৯ ডিসেম্বর) বিকেলে নগরীর মতিহার থানায় তিনি এ মামলা দায়ের করেন।
অভিযোগপত্রে তিনি বলেন, তার নামে একটি ফেক ফেসবুক আইডি (Arnob Bhowmik) এবং একটি পেজ (RU Enthusiasm) খোলা হয়েছে। এসব থেকে তার বন্ধু-বান্ধব ও পরিচিত ব্যক্তিদের কাছে অশালীন ও মানহানিকর মন্তব্য এবং পোস্ট করা হচ্ছে।
এছাড়া, তার ছবি এডিট করে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সংযুক্ত করে পোস্ট করা হচ্ছে, যা তার রাজনৈতিক ইমেজ নষ্ট করার চেষ্টা বলে তিনি দাবি করেছেন। ফেক আইডি ও পেজ থেকে প্রতারণা করে টাকা আদায় এবং আরও বিভিন্ন ধরনের হয়রানির আশঙ্কাও তিনি প্রকাশ করেছেন।
ভুক্তভোগী ছাত্রনেতা আবু তাহের জানান, সামনে কমিটি গঠন তাই এক ধরনের কুচক্রী মহল আমার বিরুদ্ধে ধরণের মানহানি করছেন। আমার পরিচিতদের মাঝেও বিভ্রান্তি ছড়াচ্ছেন। সম্প্রীতি আমার নামে বিভিন্ন আইডি ও পেজ খুলে বিভিন্ন প্রোপাগান্ডো ছড়ানো হচ্ছে। আমার নামে বিভিন্ন বন্ধু-বান্ধবদের কাছে অশালীন ভিডিও ও মেসেজ আদান প্রদান করছে। এছাড়া আওয়ামীলীগ নেতাদের সাথে আমার ছবি এডিট করে বসিয়ে আমাকে আওয়ামীলীগ বানানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া আমাকে আমার রাজনৈতিক মতাদর্শক ক্ষুন্ন করার চেষ্টা করছে ও হেও প্রতিপন্ন করছে।
তিনি বলেন, যেহেতু আমার বিরুদ্ধে মানহানিকর বিভিন্ন পোস্ট করা হচ্ছে এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেহেতু এ ধরনের প্রোপাগান্ডা বন্ধের জন্য আমি আইনের আশ্রয় নিয়েছি।
মতিহার থানার অফিসার ইনচার্জ বলেন, আমার নজরে এখনো এমন অভিযোগ আসেনি।