ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘শহীদ আবু সাইদ ফুটবল টুর্নামেন্ট -২০২৪’ এর উদ্বোধন হয়েছে। ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এই টুর্নামেন্টটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের শিক্ষার্থীরা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি দিদারুল ইসলাম রাসেল, সদস্য সচিব আসিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল এবং ইয়াশিরুল কবির সৌরভ।
উদ্বোধনী খেলায় হলের দক্ষিণ ব্লকের ধানসিঁড়ি ও স্বাধীনতা ফ্লোর একে অপরের মোকাবেলা করে। টুর্নামেন্টে হলের ৮টি ফ্লোর থেকে ৮টি দল অংশ নিয়েছে। বাকি দলগুলো হলো - উত্তর ব্লক থেকে অরুণোদয়, ক্ষণিকালয়, বিজয় ২.০ ও প্রয়াস এবং দক্ষিণ ব্লক থেকে ইনকিলাব, স্বপ্নীল, স্বাধীনতা ও ধানসিঁড়ি।