রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান হলের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় হলটির অডিটোরিয়ামের ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৯ জন নির্মাণ শ্রমিক আহতের খবর পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, ছাদ ধসের ঘটনায় ৯ জন আহতের খবর পেয়েছি। তাদের মধ্যে ৪ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরেছেন আর বাকি দুজন অপেক্ষাকৃত কম আহত হয়েছেন।
দুর্ঘটনা কেন হতে পারে এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, এটা আসলে কেন হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলমান রয়েছে। নির্মাণ শ্রমিকদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের দুই/একজনকে পাচ্ছেন না তারা। এখন তারা নিচে চাপা পড়েছেন কিনা সেটিও নিশ্চিত নন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি। দমকল বাহিনীর কয়েকটি ইউনিট উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। উদ্ধার কাজ শেষে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যাবে।