জবিতে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু

ভর্তিযুদ্ধ, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 03:37:24

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ২৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফি (৫ হাজার টাকা) প্রদান করে সম্পন্ন করতে হবে এবং আগামী ২৬ জুলাই তারিখের মধ্যে ভর্তির কাগজপত্রাদি জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান),বিবিএ প্রথম বর্ষে 'ক' 'খ' ও 'গ' ইউনিটে অনলাইনে টাকা জমা দিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ২৩ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট ডিম অফিসে এসে ভর্তির এক্নোলজমেন্ট স্লিপ প্রদর্শনপূর্বক এসএসসি বা সমমানের নাম্বার পত্রের মূলকপি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার নাম্বার পত্রের মূলকপি জমা দিয়ে এপ্লিক‍‍্যান্ট ফর্ম সংগ্রহ করে প্রথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর