সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ভর্তিযুদ্ধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 16:17:04

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আজ শনিবার। রাজধানীর ১২টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ।

কেন্দ্রগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, নটরডেম কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (সাবেক হোম ইকনোমিক্স কলেজ), সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটর ফ্লাওয়ার স্কুল ও আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সবগুলো কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শনিবার বেলা ১১টায় ইডেন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।

এ সম্পর্কিত আরও খবর