খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আধুনিক সুবিধা সংবলিত সুলতানা কামাল জিমনেশিয়ামের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি নির্মাণকাজের যথাযথ মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন। এ জিমনেশিয়াম নির্মাণকাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া ও শরীরচর্চা কার্যক্রমে ব্যাপকতা বহুলাংশে বাড়বে এবং নতুন নতুন ক্রীড়াবিদ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
তিনি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অবকাঠামোর নির্মাণকাজ মনিটরিং ও আরও গতিশীল করার বিষয়েও গুরুত্বারোপ করেন।
এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্রবিষয়ক পরিচালক, শারীরিক শিক্ষা ও চর্চা বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধানরা, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্মাণকাজের উদ্বোধনের পর সেখানে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।
জানা গেছে, ২৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সুলতানা কামাল জিমনেশিয়াম ভবনের আয়তন ৩ হাজার ৯৭ বর্গমিটার। এ জিমনেশিয়ামে থাকবে হ্যান্ডবল কোর্ট, গ্যালারি, ফিটনেস সেন্টার, ইনডোর গেমস্ কাম স্টুডেন্ট ক্যাম্পিং, ডাইনিং ও ম্যাচ অফিসিয়ালদের রুমসহ অন্যান্য আধুনিক সুবিধা।
জিমনেশিয়াম ভবনের উপরে থাকবে ৮ হাজার লিটার পানি ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংক। একই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য ৪০০ কে.ভি.এ বিদ্যুৎ সংযোগের পাশাপাশি থাকবে ১০০ কে.ভি.এর জেনারেটর সুবিধা। এ অবকাঠামোর মধ্যে সন্নিবেশিত থাকবে ফিটনেস সেন্টারটি।