করোনাদীর্ণ বৈশাখ-চিন্তন

কবিতা, শিল্প-সাহিত্য

হাসান হাফিজ | 2023-08-28 17:01:46

বৈশাখ, তোমার সঙ্গে এইবার যুক্ত হলো
নতুন বৈশ্বিক শব্দ করোনাভাইরাস,
আইসোলেশন ধ্বংস সামাজিক সংক্রমণ ভেন্টিলেশন কিটস
কোয়ারেন্টিনের কষ্ট অনির্দিষ্ট শাস্তিকাল পিপিই মুখোশ
এমন দুরূহখাদ বিশ্ববাসী ইতিপূর্বে কখনো দেখেনি,
ভূমণ্ডলে দেশে দেশে গঞ্জে গাঁয়ে অবিরল মৃত্যুর ছোবল
ক্রন্দনে ও শোকতাপে এত জর্জরিত পৃথ্বী হয়নি কখনো

হে বৈশাখ, এসে গেছো অনিবার্য মৃত্যুহিম করাল-সময়ে
অনিশ্চিত এমন আঁধারকালে স্তব্ধতারই অন্য নাম তুমি
মানবমণ্ডলী এই সর্বগ্রাসী ধ্বংসযজ্ঞে ভেঙেচুরে তছনছ
পরিত্রাণ দূর অস্ত, দশদিকে সংহার বিলোপই সত্য একমাত্র
ভিন্ন কোনো সূত্র নাই, উদ্ধার পাওয়ার মতো ভাসমান খড়কুটো কই
করোনাবন্দিত্ব সত্য, মুক্তিমোক্ষ অনিশ্চিত, বস্তুত সে অগম্যসুদূর
স্বজনহারানো শোকে মাতম বিলাপই শুধু, সান্ত্বনাও নাই
টানেলের দূর প্রান্তে আশা কিংবা ভরসার চিহ্ন পলাতক
তার পরও আশার ডানায় আমরা ভর করি, স্বপ্ন দেখতে চাই
বৈশাখ সাহস দাও, বিপন্ন সঙ্কটে তুমি দাও শক্তি সঞ্জীবন
যেন আমরা ঘোরতর দুঃসময় পেরিয়ে ফের পেতে পারি
সাধ্যমতো মনুষ্য জীবন, কারণ মৃত্যুর চেয়ে জীবনই মহান...

এ সম্পর্কিত আরও খবর