আমি কেবল সফট হইতেছি

কবিতা, শিল্প-সাহিত্য

মারিয়া রিমা | 2023-08-25 00:44:23

বাহুতে তাবিজ বাঁধি

অপেক্ষায় থাকি
শীতল বাতাস
বাতাসে প্রেম
ঝরে ডুমুরের পাতা।

চলে যাবার রাতে
এলো না আর
তিনটি জোনাকি।

আমি তুমি মিলেমিশে
রাত জাগি
তুমি সুখি হও
আমিও খুশি।

সেখানে জলের মাঝে জল
অনেক রোদ এখানে
আমি বাহুতে তাবিজ বাঁধি।

কেউ যায়
তবু আসে
এক ভরা জোছনায়।

আগলে রাখো
অনেকের মাঝে
তবু থাকি একা।

সাউন্ড তুলে হাসছিলেন

ক্লাবে, আপনার বয়স কত
আমি কি তা জিজ্ঞাসিব?
বাইশ কিংবা পঁচিশ হলো!
এই যে শব্দ করে হাসছিলেন
একবার যে তাকিয়েছিলেন
আমার চোখে ধরা পড়তেই
অন্যদিক চোখ ফিরালেন
পেছন ঘুরে কেমনে তাকাই
সাথে আমার ম্যান ছিলেন
আপনি সাউন্ড করে হাসছিলেন
হাসির শব্দে ঝাপসা চোখে
পেছন ফিরতে প্রিটেন্ড করালেন
আপনি তা বুঝছিলেন?
আপনারে আপন কইরা
আমিও যে সাউন্ড তুইলা
হাসির হাসি ব্যাক দিলাম
ভিনদেশি ছেলে অবাক
আওয়াজ তুলে হাসছিলেন!

আমি কেঁদে দেব রে নরাধম

আমি মরে গেলে তাদের কী হবে বলো?
এতদিন কাল ধরে শুধু ভালোবেসেই গেল যারা
তাদের প্রতি আমার কোনো মায়া নেই!
হীন বিভীষিকা পৃথিবীতে
তাদের আশায় বালি ছিটিয়ে
এইভাবে মরে গেলে হবে রে নরাধম?
মরে গেলামই যদি
ভোরের বেলা শিউলি ফুল!
চাপা ব্যথা
ও তারা,
একদিন মদ ছুঁয়ে কাঁদবে যখন
ও আমি কেঁদে দেব রে নরাধম।

এতদসকল ভাবনা

আপনার কী ভাবনা হইছে বলেন
আমি কি আপনারে ছাড়া ভাবতেছি আর
আমি অনেকের মাঝে আপনারে
যত্ন কইরা রাখি
একবার যদি আমার ভাবনারে মোচড় দেন
আমি শুধু কানতে থাকি
কখনো যদি রাগই করলাম
কিন্তু কেন যে করলাম!
পরে আমি আপনারে জড়ায়া ধরতে যাই
আর কারো জগতে ঢুইকা
আলাপ করি যেন আপনিই থাকলেন
আর কারো কি বোধ হইছিল বলেন
দিনের পর দিন আইলো গেল
দিন কি আর ফুরাইলো?
এক ঠিকানায় বইসা আছি
আমি কেবল সফট হইতেছি
জড়ায়ে ধরতেছি দিন রাতভর
আপনি টের পাইতেছেন না?

এ সম্পর্কিত আরও খবর