রওশন আরা মুক্তার একগুচ্ছ কবিতা

, শিল্প-সাহিত্য

রওশন আরা মুক্তা | 2023-08-23 20:57:52

সে

সে নামের মাঝে দিয়ে রাখে অন্য কারো ঠিকানা
‘রক্ষা করো, পার করো আমায়’ রব-ওঠা সময়ে;
নামের মাঝে তার লুকিয়ে থাকে উদ্বাস্তুদের বেদনা
ইতিহাস দেশকাল আর প্রেম, লুটিয়ে পড়ে তার বুকে।
সদা মৃদু-হাসিতে উজ্জ্বল থাকে তার ঠোঁটের কোনা
সে নামের মাঝে দিয়ে রাখে অন্য কারো ঠিকানা
ঠিকানায় লিখে রাখে কতগুলো পাখির নাম।
—উড়ে উড়ে যারা শিখে ফেলেছে...
শীতের দেশে একটুখানি উষ্ণতার দাম

হোলি জেইল

জেলখানাটা যেন দেখতে কেমন?
কয়েদিরা সেখানে কেমন-কেমন ক’রে যেন থাকে?
আসমানের একটুকরো নীল আর গাছের পাতার সবুজ দিয়ে
হিম্মতের ছবি কারা আঁকে?
জেলখানাটা দেখতে কেমন,
কারা সেখানে থাকে?
লৌহকপাটের এ-পাশে
পলায়নের ইচ্ছা কেন জাগে
জেলখানাটা দেখতে কেমন
কারা-কারা সেখানে থাকে
রাত আর দিন লেপ্টে-থাকা সময় যে-দেয়ালের ওপাশে
তাতে কবিতা কারা লিখে-লিখে রাখে!
জেলখানাটা দেখতে কেমন
কারা সেখানে থাকে?

পরমার্থ

আলিফ লাম র
দুনিয়ায় আখেরাতের মহড়া—পুলসিরাত-হাশর
কারা গেল গরাদের ওপাশে? হাসে কে গরাদের এপাশে?
আলিফ লাম র
কারা হয়ে গেল মাটি, মাটিতে মিশে?
ছুটছে মাতৃসকল আপন হস্তে প্রেরণ করা তীরের অভিলাষে

আলিফ লাম র
একই বস্তু একই জল একই বায়ু—কথার সাগর
প্রেম তরঙ্গে নাচছে হাওয়া; জাহেলি মায়ায় ডুবছে প্রেমহীন
পামর

আলিফ লাম র, আলিফ লাম র, আলিফ লাম র
অর্থকে অনর্থের মূল ধরা, যেসব পিতাসুলভ ব্যক্তিরা
ঘুমিয়ে আছেন বিভিন্ন বুদ্ধিজীবী কবরস্থানে
শবদেহের কানে শুনছেন ভেকধারী শিয়ালের শব্দ
অর্থের ভিতরে প্রেমের জিঘাংসায়—এটা ২০১৭ খ্রিস্টাব্দ
পিতৃ ও মাতৃমূর্তির যত ভুল অভিজ্ঞান
আলিফ লাম র—ভেঙেচুরে সব হচ্ছে খান খান।

কিসাস

সবাই মরে, তবে মরণ হয় মাত্র দু’টি দেশে
একটি মরণকে আধুনিক নাম দিও তুমি
অন্যটিকে অনাধুনিক
দেশ ভরা মিনি বিচারক আর বিগ পলিটিশিয়ানে
যাবজ্জীবন কারাদণ্ডে নিজের ঘরে
স্মার্ট প্যারেন্টস খুন করছে অসহায় ক্যু-সন্তানে
এইভাবে, এমন ক’রেই মরবে মানুষ
কেউ মরবে ভাতে, কেউবা প্রেমময় রাতে
শুভ্র সুন্দর দিনেও একের পর এক মৃত্যু সংবাদে
কেউ-কেউ মরে শুধুমাত্র উচ্চারিত শব্দের হাতে।

প্রেমপত্র

মিথ্যামিথ্যি গজবের আগুন
লাগতেছে মন্দিরে-বাড়িঘরে
এদিকে আমার সাথে
মৌমিতা রায়ের দূরত্ব
যোজন যোজন বাড়ে
কত কত পথ কত কত মত
দিল্লিতে ধোঁয়াশা, ঢাকা অন্ধকারে
আদিকাল থেকে প্রেমের অভাবেই
মানুষ মানুষ মারে
রক্তের হলি মানুষের অন্তর থেকে
রাষ্ট্রের শিকড়ে শিকড়ে

অলঙ্করণ শতাব্দী জাহিদ

এ সম্পর্কিত আরও খবর