সুরাইয়া আক্তারের একগুচ্ছ কবিতা

, শিল্প-সাহিত্য

সুরাইয়া আক্তার | 2023-08-27 18:28:35

সেদিনও ফাগুন ছিল

সেদিনও ফাগুন ছিল দরজায়,
প্রেমিকের বেশে, অনেকটা ভালোবেসে
শব্দ রাশি রাশি ঘুমন্ত চোখে!
সেদিনও শিয়রের কাছে,
শান্ত মেঘ ছিল লুকিয়ে,
তীব্র প্রতিশোধে ভেঙেছিল ঘুম ক্ষিপ্ত কৈশোরে
সেদিনও ফাগুন এসেছিল অবগাহনের উন্মত্ততা নিয়ে,
ঠিক কবিতার কাছে,
অনেকটা পৃষ্ঠাজুড়ে,
শুধু তোমাকে ঘিরে,
স্পর্শটুকু নিয়ে হাতটি বাড়িয়ে

ভেজা চোখ

তুমি চলে যেতেই মেঘাচ্ছন্ন বৃষ্টি ধূলিমাখা পথ ভিজিয়ে দিলো,
বৃষ্টির ঝাপটায় চোখদুটো ভিজে গেল
তুমি বললে না চোখে কেন এত কান্না?
অনেকবার তোমার নাম ধরে ডেকেছি,
অতৃপ্ত বেদনার বৃষ্টি বারবার কাঁদিয়ে দিয়ে গিয়েছে
আর আসবে না বৃষ্টির ঝাপটা ভেজাবে না আর চোখ
বিদায় রাতে বৃষ্টির ফোঁটা আর গোনা হবে না

শ্রাবণে খুঁজি

পথ চলতে চলতে কী যেন কী খুঁজি,
রূপকথার বেড়াজাল ভেঙে,
শূন্যতার প্রতীক্ষায় শ্রাবণ খুঁজি!
তবু নিঃশব্দ শ্রাবণে উদ্দাম যৌবন খুঁজি,
তবু বলতে চাই,
তুমি কোথায় স্বপ্নের কারাবাসে
তুমি ষোড়শীর জীবন থেকে একছত্র জীবন কি খুঁজে পাও?
তুমি কি নিজেকে পোড়াতে পোড়াতে আমাকেই খুঁজে পাও?

ভুল পথে

ভুল পথে হাঁটতে হাঁটতে একদিন আমিও ক্লান্ত শরীর মেঘের নিচে এলিয়ে দেবো
একদিন পোড়ামনে দূরত্ব বেড়ে যাবে,
নিঃশব্দ রক্তক্ষরণ হবে মনে
খুঁজে ফিরব তত্ত্ব ছায়ায় শিশিরবিন্দু,
একদিন আমিও নিলির্প্ত হব,
বিধ্বস্ত হবে মন
একদিন চলে যাব অজানা পথে,
রাত্রির অন্ধকারে
ফুরিয়ে যাবে জ্যোৎস্নার রাত অজানা শহরে
একদিন শাড়ির আঁচলে ভালোবাসা লেপ্টে থাকবে

এ সম্পর্কিত আরও খবর