চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সঙ্গরোধে থাকা ৩ হাজার অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫ কেজি করে এই চাল বিতরণ করা হয়। জেলা ত্রাণ ও দুর্যোগ শাখা থেকে এই চাল বরাদ্দ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যরা।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে শিবগঞ্জ উপজেলায় বিতরণের জন্য ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্য থেকে প্রথম দিন ৩ হাজার পরিবারের মাঝে চাল বিরতণ করা হয়েছে।
এছাড়া প্রতিটি ইউপি চেয়ারম্যানকে তালিকা করতে নির্দেশনা দেয়া হয়েছে। তালিকা পেলে আরও বরাদ্দ বাড়ানো হবে বলেও জানান তিনি।