করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সঙ্গরোধ (হোম কোয়ারেন্টাইন) তদারকিতে গিয়ে লক্ষ্মীপুরে এক ইতালি প্রবাসীর বাড়িতে লাল পতাকা ঝুলানো হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের নির্দেশে পতাকাটি ঝোলানো হয়।
এসময় ইতালি ফেরত ব্যক্তির তথ্য ছক তার বাড়ির দেওয়ালে লাগানো হয়েছে। একই সঙ্গে তাকে করোনা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রবাসীর বাড়তিতে লাল পতাকা ঝোলানো হয়েছে। এছাড়া,ওই ব্যক্তির তথ্য সংবলিত ছক ও করোনা সংক্রান্ত সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল সাংবাদিকদের বলেন, প্রবাসীরা সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছেন। এজন্য প্রবাসী ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গরোধ নিশ্চিত করতে লাল পতাকা দিয়ে চিহ্ন দেওয়া হয়েছে। ভাইরাসটির প্রাদুর্ভাব কমাতে প্রবাসীদেরকে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়েছে।