বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১৭ মার্চ জন্ম নেওয়া সদ্যোজাত ১২ শিশুকে উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এক ব্যতিক্রর্মী অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন এবং সমাজসেবা বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ।
এ অনুষ্ঠানে নবজাতক শিশু ও পিতা-মাতাকে জেলা প্রশাসক মো. আবদুল মতিন ফুলেল শুভেচ্ছা জানান, তাদের মিষ্টি খাওয়ান এবং শিশুদের ব্যবহার উপযোগী একটি বিশেষ উপহার তুলে দেন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে যারা জন্ম নিয়েছে এমন সদ্যোজাত শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. এমদাদুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, সহকারী পরিচালক ডা. ফারুক আজম নুর, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. আফসারী খানম প্রমুখ।