ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাড়ি থেকে খেলতে বের হয়ে পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে মো. নাদিম (১১) নামে এক শিশু।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে উপজেলার সোনারামপুর এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হয় সে। নাদিম উপজেলার সোনারামপুরের বাদশা মিয়ার বাড়ির মো. ফাইজুল মিয়ার ছেলে এবং স্থানীয় সরকারি হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। এই বিষয়ে নিখোঁজ নাদিমের মা তাহমিনা বেগম আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু নাদিম। আশপাশের বিভিন্ন জায়গা ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও শিশুটির হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে নাদিমের মা তাহমিনা বেগম আশুগঞ্জ থাকায় একটি সাধারণ ডায়রি করেছেন।
নাদিমের বাবা মো. ফাইজুল মিয়া জানান, আমরা ঢাকাসহ বিভিন্ন জায়গায় নাদিমের খোঁজ করেছি। এখনো কোনো খোঁজ খবর পাইনি।
এই ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এই বার্তাটি আমরা সকল থানায় প্রেরণ করেছি। এখনো নাদিমের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।