বাংলাবান্ধায় বন্ধ যাত্রী পারাপার, আমদানি-রফতানি সচল

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-29 22:04:58

দেশের একমাত্র চতুর্থ দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে বন্দরে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সব ধরনের পণ্য আমদানি রফতানি সচল রয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও শত শত পাথরবাহী ট্রাক প্রবেশ করেছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) সকাল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারত সরকার ভিসা স্থগিত করায় যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে যাতায়াতে কর্তৃপক্ষের অনুমতি লাগবে।

আমদানি রফতানি বন্ধের বিষয়ে কোনো চিঠি দেওয়া হয়নি

এদিকে, বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদ আলী বলেন, ‘গত শুক্রবার ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট যাত্রী পারাপারের নিষেধাজ্ঞা বিষয়টি আমাদের জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে উভয় দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ রয়েছে।’

বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার মামুন সুবহান বলেন, ‘আমরা এখনো আমদানি রফতানি বন্ধের বিষয়ে চিঠি পাইনি তবে সকল প্রকার পণ্য আমদানি রফতানি স্বাভাবিক রয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর