বাংলাদেশে ৩ জন করোনাভাইরাসে আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই কুড়িগ্রামে মাস্কের দাম বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধি পেলেও অনেক দোকানে ইতোমধ্যে সব মাস্ক বিক্রি হয়ে যাওয়ারও খবর মিলেছে।
সোমবার (৯ মার্চ) সকাল থেকেই বিভিন্ন দোকান ঘুরে দাম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ জন। এমন সংবাদেই রোববার (৮ মার্চ) বিকেল থেকেই হঠাৎ করেই মাস্ক বিক্রি বেড়ে যায়। ব্যবসায়ীদের অভিযোগ, রাজধানী ঢাকায় মাস্কের দাম বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামে ঠিকমতো মাস্কের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া, করোনার আতংকে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত মাস্ক কিনছেন। ফলে দাম বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ী বেলাল হোসেন ও আবদার হোসেন বার্তা২৪.কমকে বলেন, মাস্কের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মাস্ক পাওয়া যাচ্ছে না। ফলে দ্বিগুণ দামে মাস্ক কিনতে হচ্ছে।
ক্রেতা ফেরদৌস আলী ও মিজানুর রহমান বার্তা২৪.কমকে জানান, ব্যবসায়ীরা ২০ টাকার মাস্ক ৫০ টাকা ও ৪০ টাকার মাস্ক ১১০-১২০ টাকাসহ গুনগতমান অনুযায়ী বিভিন্ন মাস্ক দ্বিগুণ থেকে তিনগুণ দামে বিক্রি করছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ওই সব মাস্কের গায়ে যেহেতু মূল্য নির্ধারণ করা থাকে না তাই হয়তোবা ব্যবসায়ীরা দ্বিগুণ দামে বিক্রি করছে। তবে আমি বিষয়টা দেখব।’