নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের চাপায় চার শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। বিক্ষোভে যোগ দেন স্থানীয়রাও।
রোববার (১ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের প্রেসক্লাব মোড় এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করা হয়।
পরে পুরো উপজেলায় এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
অপরদিকে উপজেলার ঝানঝাইল উচ্চ বিদ্যালয়, কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়, বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্থানীয় থানা পুলিশ প্রতিটি মোড়ে টহল জোরদার করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম জানান, বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়েছে। তাদের দাবিগুলো বিবেচনা করা হবে।
দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমিন নেলী বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। তবে পূর্বধলা থানার হেফাজতে থাকা চালককে দুর্গাপুর থানায় আনার প্রক্রিয়া চলছে।
শনিবার রাতে উপজেলার কালা মার্কেট (শান্তিপুর) বালুবাহী ট্রাকচাপায় পিকআপ ভ্যানে থাকা ৪ শিক্ষার্থী মারা যায়।