কক্সবাজারের রামুর কেন্দ্রীয় সীমা মহাবিহারে প্রয়াত অধ্যক্ষ ও একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রামুর মেরোংলোয়া বিলে আয়োজিত তিন দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে পণ্ডিতের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার- ২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।