রাঙামাটির সাজেকে ছয় চাকার ট্রাক্টর উল্টে চালক রিপন চাকমা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল চারটার সময় এই দুর্ঘটনা ঘটে। সাজেক থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সাজেক থেকে ফেরার পথে ছয় চাকার ট্রাক্টরটি আট কিলো নামক এলাকায় রাস্তার পাশে উল্টে নীচে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের চাঁপায় চালক রিপন চাকমা গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার শিকার ছয় চাকার ট্রাক্টরটি বাঘাইছড়ি উপজেলাধীন বঙ্গলতলী ইউনিয়নের জনৈক জ্ঞান কার্বারীর মালিকানাধীন গাড়ি।