বরগুনার পাথরঘাটায় চলতি মৌসুমে উন্নত জাতের ডায়মন্ডসহ বিভিন্ন জাতের আলুর আবাদ হয়েছে। কৃষকরা আলুর বাম্পার ফলনের আশা করছেন। তারা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, এবার উপজেলার ৭টি ইউনিয়নে ৪৩০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পাথরঘাটার রুপধন এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকদের মধ্যে কেউ কেউ আলু ক্ষেতে সেচ দিচ্ছেন। কেউ সার দিচ্ছেন। ছত্রাক, রোগ-বালাই থেকে আলু গাছ বাঁচাতে কেউ কেউ কীটনাশক স্প্রে করছেন।
কৃষকরা জানান, বিঘা প্রতি জমিতে আলু চাষ করতে প্রায় ১৯-২০ হাজার টাকা খরচ হয়েছে। আর ১ বিঘা জমিতে যে আলু হবে তা ৬৫ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি করা যাবে। কিছু দিন পর ক্ষেত থেকে আলু তোলা শুরু করবে কৃষকরা।
পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল বার্তা২৪.কমকে জানান, এ উপজেলার বেশির ভাগ কৃষকরা উন্নত জাতের আলু চাষ করেন। আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। রোগ বালাই রোধে কৃষি বিভাগের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও দিক নির্দেশনা দেয়া হচ্ছে।