সাভারে অভিযান চালিয়ে দখল হওয়া বামনি নামের একটি খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এসময় দখলদাররা তাদের ভরাট করা বালু সরিয়ে নেয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ড গ্রামের সরকারী বামনী নামের খালটি উদ্ধার করা হয়।
সাভার উপজেলা সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহফুজ ও আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এলাকাবাসী জানায়, সাভারের হেমায়েতপুর এলাকার আলম নগর সুগন্ধা হাউজিং রাতের আধারে বালু দিয়ে খালটি ভরাট করে দখলে নেয়। বিষয়টি জানাজানি হলে আজ ওই এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় দখল হওয়া বামনী নামের খালটি উদ্ধার করে পরিমাপের পর এর চারপাশে বাঁশের খুঁটির মাধ্যমে লাল নিশানা টাঙ্গিয়ে দেওয়া হয়।
এবিষয়ে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, সাভার উপজেলায় কোনো ভূমি দস্যু সরকারী খাল অথবা জলাশয় দখল করতে পারবে না। কেউ দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।