নেত্রকোনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রে ব্যবসায়ী নিহত

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-08-30 06:59:28

নেত্রকোনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে তানভির (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলার খালিয়াজুরী উপজেলার নূরপুরবোয়ালি গ্রামের একটি পাকা সড়ক থেকে আহত তানভীরকে উদ্ধার করে স্থানীয়রা।

নিহত তানভীর নূরপুরবোয়ালি গ্রামের আবুল বাশারের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তানভীর ঘর থেকে বেরিয়ে যায়। পরে রাত ৮টার দিকে তানভীরের বন্ধু সিজিল ও রাহাত খবর দেয় অর্ধমৃত হয়ে তানভীর গ্রামের পাকা সড়কে পড়ে আছে। খবর পেয়ে আহত তানভীরকে উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এ সম্পর্কিত আরও খবর