সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ মো. ইয়াকুব আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিমপাড়ার তিন রাস্তার মোড় এলাকার মো. আনোয়ার হোসেনের মালিকানা বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ইয়াকুব আলী পাবনা জেলার বেড়া থানার সারাশিয়া গ্রামের মৃত হাসমত দর্জির ছেলে।
সিপিসি-২, র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার মো. আনোয়ার হোসেনের মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইয়াকুব আলীকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।