রাজধানীর অদূরে সাভারে যাত্রীবাহী বাসের চাপায় সীমা (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা সাভারের বড়দেশি গ্রামের শহীদুল্লাহর স্ত্রী। তিনি ওই এলাকায় তার স্বামী শহীদুল্লাহর সঙ্গে থাকতেন।
স্থানীয় লোকজনে বরাত দিয়ে পুলিশ জানায়, আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন সীমা। এসময় আরিচাগামী ক্যান্টনমেন্ট বাস সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুজন শিকদার জানান, মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।