গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মজিদ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার ছোট সোগাগী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রংপুর-ঢাকা মহাসড়কের ওই স্থানে রাস্তা পার হচ্ছিলেন মজিদ মিয়া। এ সময় রংপুর থেকে আসা হানিফ পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বার্তা২৪.কমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।